
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি :
বাগেরহাটের শরণখোলা উপজেলার ৩নং রায়েন্দা ইউনিয়নের চাল রায়েন্দা এলাকায়, রায়েন্দা মীরা বাড়ি সংলগ্ন তাফালবাড়ী রোডে লাল মিয়া হাওলাদার-এর পরিপূর্ণ বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ১৫-০১-২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার আনুমানিক রাত ৯’-৩০ মিনিটে।
তাৎক্ষণিকভাবে এলাকাবাসী শত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। শরনখোলা ফায়ার সার্ভিস এসে
আগুন নিয়ন্ত্রণে আনলেও তখন ঘরটির
কোন কিছু রক্ষা সম্ভব হয়নি।
ঘরটি ছিল সাজানো-গোছানো, পরিপাটি—ভাবা হয়েছিল রাত নামলে পরিবারের সবাই একটু নিস্তব্ধতায় ঘুমাবে, ক্লান্ত শরীরটা একটু বিশ্রাম পাবে। কিন্তু সে স্বপ্ন আর হলো কই! মুহূর্তেই আগুন লেগে সবকিছু ছাই হয়ে গেল।
আগুনের তীব্রতা এতটাই ছিল যে স্থানীয়রা চাইলেও কাছে যেতে পারেননি। চোখের সামনে পুড়েছে একটি ঘর নয়—পুড়েছে একটি পরিবারের হাসি, শান্তি আর নিরাপত্তার অনুভূতি।
ঘটনার সময় লাল মিয়া হাওলাদার নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। ফিরে এসে হয়তো তিনি দেখবেন—ঘর নেই, আছে শুধু পোড়া স্মৃতি আর অসহায় নীরবতা।
এই আগুনের সঙ্গে মিশে গেছে একটি পরিবারের মুখের হাসি, স্বপ্ন আর জীবনের সবটুকু মায়া। এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোই হতে পারে আমাদের মানবিক পরিচয়।