
ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের কোতোয়ালি থানাধীন ভাটি কানাইপুর এলাকায় সংঘটিত হয়েছে এক ভয়াবহ ডাকাতির ঘটনা। শুক্রবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৪টার দিকে পশ্চিম ভাটি কানাইপুর গ্রামের আব্দুল আলী বেপারীর বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আলী বেপারীর টিনশেড বিল্ডিংয়ের বসতঘরের বারান্দার গ্রিলের হ্যাজবোলের তালা ঝোলানোর কড়া ভেঙে চারজন মুখোশধারী ডাকাত ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা বাড়ির মালিককে ঘুম থেকে ডেকে তুলে ভয়ভীতি দেখাতে থাকে।
ডাকাতরা ঘরের টেবিলের ড্রয়ার ভেঙে নগদ প্রায় দুই লাখ টাকা লুট করে নেয়। পাশাপাশি স্টিলের আলমারি ভেঙে আনুমানিক পাঁচ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় তারা আব্দুল আলী বেপারীকে অজ্ঞান করার জন্য চেতনা নাশক স্প্রে ব্যবহার করে।
ডাকাতির সময় ঘরে থাকা সকল সদস্যকে জিম্মি করে রাখা হয়। এমনকি তারা বাড়ির মালিকের বৃদ্ধ মায়ের কানের দুলও জোরপূর্বক ছিনিয়ে নেয়। ডাকাতরা হুমকি দিয়ে জানায়, বাড়ির চারপাশে তাদের আরও লোক অবস্থান করছে। প্রত্যেক ডাকাতের মাথা ও মুখ মাফলার দিয়ে পেঁচানো ছিল।
প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে ডাকাতরা বাড়ির ভেতরে অবস্থান করে তাণ্ডব চালায়। চেতনা নাশক স্প্রের প্রভাবে আব্দুল আলী বেপারী গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।