
ধুনট (বগুড়া) প্রতিনিধি :
নূরানী বৃত্তি পরীক্ষা–২০২৫ শিক্ষাবর্ষের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন নূরানী শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা জহুরুল ইসলাম রহমানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরানী শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি জনাব আনিসুর রহমান আরিফ, সহ-সভাপতি মাওলানা শাহাদাৎ হোসাইন এবং উপদেষ্টা মাওলানা আব্দুল বাকি সাহেব।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নূরানী শিক্ষা শিশুদের দ্বীনি ও নৈতিক শিক্ষার মজবুত ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা হচ্ছে, যা ভবিষ্যতে দ্বীনি শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের অভিনন্দন জানানো হয় এবং নূরানী শিক্ষা ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।