
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের বাড়িয়া ইউনিয়নে আল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে ১ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব হাজী মোঃ আলমগীর হোসেন খান, সভাপতি, ৫ নং ওয়ার্ড, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাড়িয়া ইউনিয়ন শাখা, গাজীপুর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খায়রুল হাসান, জামায়াতে ইসলামী এস.পি প্রার্থী, গাজীপুর-৫, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর মহানগর।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ইসলামী আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা খন্দকার মাহবুবুল হক, প্রধান মোফাসসির কুরআন, ঢাকা।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা সালেহ আহমাদ খান, খতিব, কুমর কেন্দ্রীয় জামে মসজিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
উদ্বোধক: জনাব মোঃ মোজাফফর রহমান কামাল, এডভোকেট, গাজীপুর ও সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা আইনজীবী সমিতি
বিশেষ অতিথি: জনাব মোঃ সাকিউল ইসলাম, সদস্য, ৫ নং ওয়ার্ড, বাড়িয়া ইউনিয়ন ও সিনিয়র নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর সদর উপজেলা
সম্মানিত অতিথি: জনাব হাফেজ মোঃ আব্দুর রশিদ ও জনাব মোঃ কামরুজ্জামান মৃধা
পৃষ্ঠপোষক: জনাব মোঃ রুহুল আমিন ও জনাব মোঃ ফরিদ হোসেন
সার্বিক সহযোগিতায়: জনাব মোঃ ইউসুফ আলী ও জনাব মোঃ মুবাশির হোসেন
সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায়: জনাব মোঃ ফজলুল হক, সিনিয়র সহ-সভাপতি, আল কুরআন ফাউন্ডেশন
মাহফিলে কুরআন তিলাওয়াত, দোয়া ও দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়। শেষে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।