ন্ওগাঁ মান্দা প্রতিনিধি:
গণভোট-২০২৬ নিয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় আজ ১৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে ভ্রাম্যমান সংগীতানুষ্ঠান।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী এবং উপজেলা নির্বাচন অফিসার সাইফ আহমেদ নাসিম। এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন হাটবাজারে গণভোটের গুরুত্ব, ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা নিয়ে স্থানীয় শিল্পীরা নাটিকা ও সংগীত পরিবেশন করছেন।
ভ্রাম্যমান ট্রাক অবস্থানে সময়সূচী:
১৪ই জানুয়ারি বুধবার চৌবাড়ীয়া হাট, দেলুয়াবাড়ি বাজার, প্রসাদপুর বাজার।
১৫ই জানুয়ারি বৃহস্পতিবার সবাই হাট, জোতবাজার, ধানতলা বাজার।
১৬ই জানুয়ারি শুক্রবার পাঁজরভাঙ্গা বাজার, তালপাতিলা বাজার, পলাশবাড়ী বাজার।
১৭ ই জানুয়ারি শনিবার সতিহাট, গোপালপুর বাজার, কালীতলা বাজার।
বিশেষ দ্রষ্টব্য: প্রতিদিন সুবিধাজনক সময়ে ফেরিঘাটে ভ্রাম্যমাণ ট্রাক অবস্থান করবে স্লোগান দেশের চাবি আপনার হাতে সঠিক তথ্য জানুন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করুন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss