গাজীপুর পতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্য বহনকারী আয়োজন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনরাইল এলাকায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী জামাই মেলা ও মাছের মেলা। প্রায় দুই শতাব্দী ধরে চলে আসা এই মেলা এ বছরও বিপুল উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়। মেলা উপলক্ষে সকাল থেকেই বিনরাইল ও আশপাশের এলাকায় হাজারো মানুষের সমাগম ঘটে।
লোকজ ঐতিহ্য অনুযায়ী, এই মেলায় জামাইরা শ্বশুরবাড়ির জন্য বড় আকারের মাছ কিনে নেওয়াকে সামাজিক রীতি হিসেবে পালন করে থাকেন। ফলে মাছের দোকানগুলোতে ছিল ক্রেতাদের ব্যাপক ভিড়। রুই, কাতল, চিতল, বোয়াল, আইড়সহ নানা প্রজাতির দেশীয় বড় মাছ মেলায় বিক্রির জন্য তোলা হয়।
মাছের বাজারের পাশাপাশি মেলা প্রাঙ্গণে ছিল বিভিন্ন ধরনের খাবারের দোকান, কসমেটিকস, খেলনা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর স্টল। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে মেলা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মেলার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মেলা প্রাঙ্গণে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে মেলার ঐতিহ্য ও গুরুত্ব বিবেচনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করেন।
স্থানীয়দের মতে, জামাই মেলা কেবল একটি কেনাবেচার আয়োজন নয়; এটি পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শত বছরের বেশি সময় ধরে চলে আসা এই আয়োজন নতুন প্রজন্মের মাঝেও লোকজ সংস্কৃতির চর্চা অব্যাহত রাখছে।
সব মিলিয়ে, ২০২৬ সালের বিনরাইল জামাই মেলা ও মাছের মেলা গাজীপুর অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে এক গুরুত্বপূর্ণ ও স্মরণীয় আয়োজন হিসেবে বিবেচিত হয়েছে
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss