রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে ভোটারদের অংশগ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বর্ণাঢ্য প্রচারণামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি চলাকালে নির্বাচন ও গণভোটে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও স্লোগান প্রদর্শন করা হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার। এ ছাড়া সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা অংশ নেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার বলেন,
“নির্বাচন ও গণভোট একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভিত্তি। ভোটারদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত জরুরি। জনসচেতনতা বাড়লে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন ও গণভোট সম্ভব হবে।”
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন করার লক্ষ্যে পর্যায়ক্রমে আরও জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss