
নওগাঁ মান্দা প্রতিনিধি:
নওগাঁ জেলার মান্দা উপজেলার অন্তর্গত ১৩ নং কসম ইউনিয়নের খেজুরা পাড়া গ্রামে গত ১১ তারিখ দিবাগত রাতে মোঃ রহিদুল ইসলাম এর গভীনলকূপের ট্রান্সমিটার চুরি করতে এসে ঘটনাস্থলে এক ব্যক্তি মারা যায়। মৃত ব্যক্তি হলেন শাহিনুর ইসলাম মন্ডল(৪০), পিতা আবুল হোসেন মন্ডল, গ্রাম কোইল, পোস্ট আলতাফনগর, থানা দুপচাঁচিয়া, জেলা বগুড়া। ডিব (গভীর নলকূপ)মালিক রহিদুল বলেন প্রতিদিনের মতো গতরাতেও তিনি রাত ১১:৩০ মিনিট মাঠ থেকে বাড়ি যাই। সকাল ছয়টার সময় তিনি মাঠের পাশে রাস্তায় দাঁড়িয়ে লক্ষ্য করে বিদ্যুতের পিলারের উপরে ৩টি ট্রান্সমিটারের মধ্যে একটি ট্রান্সমিটার দেখা যায়। তিনি একটি দেখার পরে দ্রুত বিদ্যুতের খুঁটির কাছে যাই এবং দেখে খুটির নিচে মাটিতে দুটি ট্রান্সমিটার আর খুঁটির মাথায় একটি ট্রান্সমিটার তখন তিনি বুঝতে পারেন যে হয়তো বা চুরি করার জন্য কেউ এটি খুটি থেকে খুলে নিচে নামিয়েছে। এ অবস্থায় দেখার পর তিনি ওখানে অবস্থান করেন। এমন সময় সকাল আনুমানিক ৬:৩০ মিনিট এর সময় তার (রহিদুল)জমিতে চাষ করার জন্য তার কাজের লোক পাওয়ার টিলার নিয়ে যায়। এ কাজের লোক জমিতে গিয়ে দেখে সেখানে একটি মানুষ শুয়ে আছে। সাথে সাথে ওই ব্যক্তি রহিদুল কে ফোন বলেন যে জমিতে কে যেন শুয়ে আছে। রহিদুল নামের ব্যাক্তি দ্রুত গিয়ে দেখতে পাই লোকটি মারা গেছে। এরপর রহিদুল স্থানীয় লোকজনকে ডাকে এবং থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন। পরবর্তীতে ক্রাইম টিমের কাছ থেকে মৃত ব্যক্তিটির পরিচয় পাওয়া যায়। পুলিশের সাথে কথা বলে জানা যায় তাদের পক্ষ থেকে পরিবারের সাথে যোগাযোগ চেষ্টা চলছে। পরিবারের সাথে যোগাযোগ হলে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
