
ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় র্যাব-১০ এর বিশেষ অভিযানে আনুমানিক ৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের ১৫ কেজি গাঁজাসহ এক সক্রিয় মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বগাইল টোল প্লাজা এলাকায় র্যাব -১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। অভিযানে মাদক চক্রের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং ভাঙ্গাসহ বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব -১০ আরও জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত এবং সমাজকে মাদকমুক্ত রাখতে তারা কঠোর অবস্থানে রয়েছে।