বিশেষ প্রতিনিধিঃ
রবিবার (১১জানুয়ারি) টাঙ্গাইলের ঘাটাইলে লক্ষ্মীন্দর ইউনিয়নের খাজনাগড়া এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ লাল মিয়া ওরফে লালু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত লালু ওই এলাকার মৃত হোসেন আলীর ছেলে। পুলিশ জানায়, লালু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাগরদীঘি তদন্ত কেন্দ্রের এসআই আমির হামজার নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তাকে হাতেনাতে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়।
এ বিষয়ে সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমির হামজা জানান, স্থানীয়দের কাছ থেকে নির্ভরযোগ্য গোপন তথ্য পেয়ে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। অভিযানে লাল মিয়া ওয়ফে লালুকে ৬ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হই। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আইনানুগ প্রক্রিয়ায় তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।
এদিকে মাদক ব্যবসায়ীর গ্রেপ্তারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়রা জানান, তার বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ ছিল এবং তার গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় মাদকের প্রভাব কমবে বলে তারা আশা করছেন।
তাং- ১২/১/২৬
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss