
নওগাঁ মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দায় আসন্ন গণভোট গ্রহণের লক্ষ্যে প্রচার কার্যক্রম ও ভোটারদের উদ্বুদ্ধকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. রাহেদ হোসেন, যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। সভায় বিশেষ অতিথি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উপসচিব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব আখতার জাহান সাথী। এসময় সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সকল প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ের প্রচার কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সভাটির আয়োজন করে উপজেলা প্রশাসন।
