ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর শহরে চরম আতঙ্ক ছড়িয়েছে। কুমার নদের আলিপুর ব্রিজের দক্ষিণ পার্শ্বে অবস্থিত একটি বস্তির ভেতর থেকে ব্যাগভর্তি বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয়রা জানান, বস্তির ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বাহিনী ব্যাগটি তল্লাশি করে ভেতরে একাধিক শক্তিশালী বোমা সদৃশ বস্তু উদ্ধার করে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকা ঘিরে ফেলে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী বিশেষ দল। তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে বোমাগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করে। পুরো এলাকা সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে।
এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এত ঘনবসতিপূর্ণ এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যেই এসব বোমা সেখানে রাখা হয়েছিল। তবে কারা, কী উদ্দেশ্যে এই বোমাগুলো মজুত করেছিল—তা জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ফরিদপুরের মতো গুরুত্বপূর্ণ শহরের কেন্দ্রস্থলের কাছে এ ধরনের ঘটনা জননিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পরিস্থিতি এখনো নজরদারিতে রয়েছে এবং প্রশাসন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss