নওগাঁ মান্দা প্রতিনিধি:
নওগাঁ সীমান্তে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক ২ জন চোরাকারবারীকে ভারতীয় মাদকদ্রব্যসহ আটক করেছে।
পত্নীতলা ১৪ বিজিবি সূত্র জানায়, ৭ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪ ঘটিকায় ১৪ বিজিবির দায়িত্ব পালন কালে সাপাহার উপজেলার খঞ্জনপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ পিন্টু মিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫১ এমপি হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলাধীন খঞ্জনপুর গুচ্ছ গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০ পুরিয়া ভারতীয় গাঁজা এবং ১টি মোবাইলসহ ২ জন চোরাকারবারী (১) মোঃ বাবুল (৪৫), পিতা-মোঃ তাউজুল, গ্রাম-শামপুর ও পোস্ট-শামপুর, থানা-পত্নীতলা, জেলা-নওগাঁ (২) মোঃ রিপন (২৮), পিতা-মোঃ আমিনুল ইসলাম, গ্রাম-ধুপিপাড়া, পোষ্ট ও থানা-পার্বর্তীপুর এবং জেলা-দিনাজপুরকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামীদের বিরুদ্ধে সাপাহার থানায় মামলা দায়ের পূর্বক আটককৃত মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সর্বমোট সিজার মূল্য-৪,৯০২.৫/-টাকা।

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার ও অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss