নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
খেলাই শক্তি খেলায় বল মাদক ছেড়ে ক্রিকেট বল"মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে প্রতিবছরের ন্যায় এবারো ক্রিকেট শর্ট সার্কেল টুর্নামেন্টের আয়োজন করেছেন জিনদপুর গ্রামের যুব সমাজ। বৃহস্পতিবার বিকালে জিনদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জিনদপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও জিনদপুর বাজার পরিচালনা কমিটির ক্যাশীয়ার নুরুল ইসলামের সভাপতিত্বে। জিনদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমানুল্লাহ চমৎকার সঞ্চালনায়।ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনদপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মিয়া। উদ্বোধক হিসেবে ছিলেন জিনোদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম।প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জিনোদপুর ইউনিয়ন জিয়ামঞ্চের আহবায়ক মোঃ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, জিনদপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সায়েদুল হক, সমাজসেবক নুরুল ইসলাম মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তাজুল ইসলাম,
সমাজসেবক মিজান মিয়া, কাতার প্রবাসী মোঃ আজাদ মিয়া, সমাজসেবক মোঃ কাদের মিয়া সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন নিয়মিত খেলাধুলা অনুশীলন করলে খেলোয়ার তৈয়ার হয় কারণ ভালো খেলোয়াড় গ্রাম পর্যায়ে থেকেই তৈরি হয়। বিশেষ করে খেলাধুলার মধ্যে থাকলে যুবকরা সামাজিক অপরাধে জড়িত হতে পারবেনা। মাদক ইভিজিটিং সন্ত্রাসী কর্মকান্ডে থেকে বাঁচতে খেলাধুলার কোন বিকল্প নাই। তাই প্রতিবছরই যেন খেলাধুলার আয়োজন করা হয়।খেলা শেষে বিজয়ী দল ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss