
ভাঙ্গা, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি–২০২৬ এর শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এম এ সালাম। এ সময় নির্বাচন কমিশনার মঞ্জুয়ারা স্বপ্না উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় গঠনতন্ত্র অনুযায়ী প্রেসক্লাব পরিচালনা, আগামী দিনের কর্মপরিকল্পনা, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং ক্লাবের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ক্লাবের সার্বিক উন্নয়নে সকল সদস্যকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সভা শেষে কার্যনির্বাহী কমিটির পরবর্তী পর্বে সহ-সভাপতি ও সদস্য পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে শুধুমাত্র নির্বাহী কমিটির সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে শেখ মনির হোসেন প্রথম, আশরাফুজ্জামান দুলাল দ্বিতীয় এবং নুরুল ইসলাম আনজু তৃতীয় স্থান অধিকার করেন।
এছাড়া সদস্য পদে বিকে শিকদার সজল প্রথম, মানিক কুমার দাস দ্বিতীয়, মোহাম্মদ রুহুল আমিন তৃতীয়, নির্মল কুমার বিশ্বাস নয়ন চতুর্থ, এস এম রুবেল পঞ্চম এবং এস এম জাহিদ ষষ্ঠ স্থান অধিকার করেন।
নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল