ধুনট (বগুড়া) প্রতিনিধি:
মাওলানা মুফতি কাওছার আহমেদ পরিচালিত আস-সুন্নাহ একাডেমির শুভ উদ্বোধন আজ আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। দ্বীনি শিক্ষার আধুনিক রূপায়ণ ও ছেলে-মেয়েদের জন্য সহিহ ও নির্ভরযোগ্য দ্বীনি ইলম শিক্ষাদানের লক্ষ্যে একাডেমিটি কার্যক্রম শুরু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ধুনট কওমী ওলামা পরিষদের সভাপতি ও শ্যামবাড়ী দারুল হুদা কওমী মাদ্রাসার মুহিতামিম কে এম সুলতান মাহমুদ।
প্রধান মেহমান তাঁর বক্তব্যে বলেন,
“বর্তমান সময়ে দ্বীনি শিক্ষাকে যুগোপযোগী পদ্ধতিতে উপস্থাপন করা অত্যন্ত জরুরি। সহিহ আকিদা ও আমলের ভিত্তিতে সন্তানদের গড়ে তুলতে হলে নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই। আস-সুন্নাহ একাডেমি ইনশাআল্লাহ সেই দায়িত্ব সুচারুভাবে পালন করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে কুরআন-সুন্নাহর আলোয় গড়ে তুলবে।”
তিনি আরও বলেন, দ্বীনি ও দুনিয়াবি শিক্ষার সমন্বয় সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে পারে এবং অভিভাবকদের এ ধরনের প্রতিষ্ঠানের প্রতি আরও সচেতন হওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন—
মাওলানা আরিফুল্লাহ (ইমাম, বাজার মসজিদ),
মাওলানা মাসুদুর রহমান সুমন (ধুনট),
মাওলানা আতিকুর রহমান (মিয়াপাড়া),
মাওলানা মাসউদুর রহমান (চালাপাড়া),
মাওলানা আসদুজ্জামান নুর,
মাওলানা রবিউল ইসলাম রবি (বিশ্বহরিগাছা,সাংবাদিক )
মাওলানা হেলাল উদ্দিন সাইফী (সোনামুখি) এবং
মাওলানা ফরহাদুজ্জামান (সোনামুখি)।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ওলামায়ে কেরাম ও স্থানীয় গণ্যমান্য মুরুব্বিবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, আস-সুন্নাহ একাডেমি দ্বীনি শিক্ষা বিস্তারে একটি আদর্শ ও আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss