বাগেরহাট শরনখোলা প্রতিনিধি :
বিএনপি পরিবারের থেকে আমাকে মনোনয়ন দিয়েছে অতএব একটি মাস আমার জন্য পরিশ্রম করবেন আগামী পাঁচ বছর আপনাদের জন্য আমি সেবা করব এমন প্রত্যয় ব্যক্ত করেন শরণখোলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী সোমনাথ দে। ৬ জানুয়ারি বিকাল ৫ টায় শরণখোলা উপজেলার পাঁচ রাস্তার মোড়ে আল আরাফাহ ইসলামী ব্যাংকের নিচ তলায় কমিউনিটি সেন্টারে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলনের সঞ্চালনায় ও সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের মনোনীত প্রার্থী সোমনাথ দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বাগেরহাট জেলা কমিটির সদস্য খান মতিয়ার রহমান, মোড়লগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবুল, মোড়েলগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোড়লগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মেহেদী হাসান, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম, শরণখোলা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য তালুকদার মধু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, অধ্যাপক শামীম আহমেদ বাদল, সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন, খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক ডাক্তার হুমায়ূন কবির প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আমাদের গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কে আল্লাহতালা জান্নাতবাসী করুন। তিনি আরো বলেন আপনারা সবাই মিলেমিশে ধানের শীষের পক্ষে কাজ করবেন তাহলে তারেক জিয়া যে প্রত্যাশা নিয়ে আমাকে মনোনয়ন দিয়েছে তার সুফল আপনারা পাবেন। অনুষ্ঠানের আগে বিএনপির প্রার্থী সোমনাথ দে শরণখোলা উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের উত্তর কদমতলার বাড়িতে তার একমাত্র ছেলে ৫ জানুয়ারি মৃত্যুবরণ করায় তার কবর জিয়ারত করেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss