
রায়পুর, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অদ্য ৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে রায়পুর উপজেলার মেইন রোড ও রায়পুর বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না থাকার দায়ে ৩টি পৃথক মামলায় বিভিন্ন দোকানকে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জনাব নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে রায়পুর থানা পুলিশ।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকার নির্ধারিত মূল্যের বাইরে গিয়ে এলপিজি গ্যাস বিক্রি করলে ভবিষ্যতে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোক্তা স্বার্থ রক্ষায় এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।