নওগাঁ মান্ডা প্রতিনিধি:
গত ৫ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ রাতে নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় নজিপুর পৌরসভা বণিক মালিক সমিতির সদস্যবৃন্দ, পৌরসভা মার্কেটের ব্যবসায়ী ও বাজার এলাকার জনগণের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার নওগাঁ জেলার নজিপুর বাজার এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন যে কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি, এবং মাদক প্রতিরোধে পুলিশের কার্যক্রম জোরদার করা হবে। তিনি উপস্থিত ব্যবসায়ী এবং জনগণকে অপরাধ সংক্রান্ত তথ্য নির্ভীকভাবে পুলিশকে দেওয়ার অনুরোধ করেন। তিনি নজিপুর এলাকার অবৈধ পার্কিং, যানজট ও জনদুর্ভোগ নিরসনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার তার বক্তব্যে আসন্ন গণভোট এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে। যেকোনো প্রয়োজনে সরাসরি থানার অফিসার ইনচার্জ এমনকি পুলিশ সুপারকে ফোন করার আহ্বান জানান। সবশেষে তিনি বলেন নওগাঁ জেলার জনগণের জীবন এবং সম্পত্তি নিরাপত্তা বিধানে নওগাঁ জেলা পুলিশের তৎপর রয়েছে।
গুরুত্বপূর্ণ এই মত বিনিময় সভায় নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পত্নীতলা, সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, অফিসার ইনচার্জ পত্নীতলা থানা সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss