নওগাঁ মান্দা প্রতিনিধি:
নওগাঁ- মহাদেবপুর- পোরশা আঞ্চলিক মহাসড়কে রোড ডিভাইডার বরাবর যানবাহনের অবৈধ পার্কিং, সড়ক দখল এবং ভ্রাম্যমান দোকান সমূহ অপসারণ অভিযান তদারকি করছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। দিন ব্যাপি এই অভিযান চালবে। পুলিশ বেশ কয়েকটি চেকপোস্ট তৈরি করে অর্ধশতাধিক মোটরসাইকেল এবং যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে প্রসিকিউশন দাখিল করে। সেই সাথে কাগজপত্র বিহীন বেশ কিছু মোটরসাইকেল জব্দ করা করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহাদেবপুর বাজারের স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেন। স্থানীয় জনসাধারণ পুলিশ সুপারকে জানান অনেকদিন যাবত এই সড়কটি বিভিন্ন যানবহন অবৈধ পার্কিং এবং ভ্রাম্যমান দোকান সমূহ দখল করে রেখেছিল। বর্তমান পুলিশ সুপারের উদ্যোগে এবং মহাদেবপুর থানা পুলিশের ও ট্রাফিকের তৎপরতায় সড়কটি প্রশস্ত এবং অধিকতর ব্যবহার উপযোগী হয়েছে। এজন্য স্থানীয় জনসাধারণ পুলিশকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। তারা মাঝেমধ্যেই পুলিশের এই ধরনের অভিযান পরিচালনা করার আহবান জানান।
এ সময় পুলিশ সুপার বলেন নিশ্চয়ই মহাদেবপুর বাসীদের তাদের উন্মুক্তই সড়কটি দেখতে এবং চলাচল করতে ভালো লেগেছে।
যেখানে সেখানে অবৈধ পার্কিং করবেন না। নিয়ম মেনে নিরাপদ পার্কিং করুন। সড়কের উপর ভ্রাম্যমাণ দোকান বসাবেন না। ট্রাফিক আইন মেনে চলুন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করুন। সমস্ত কাজে সহযোগিতা করার জন্য মহাদেবপুরের স্থানীয় জনসাধারণকে পুলিশ সুপার আন্তরিক ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss