নিউজ ডেস্ক:
নববর্ষ উদযাপনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে কুয়েতে সাতজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। কুয়েতের সাইবার ক্রাইম বিভাগ শনিবার (৩ জানুয়ারি) পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
সংশ্লিষ্ট ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি নারীর পোশাক পরিধান করে আপত্তিকর অঙ্গভঙ্গিতে নাচছেন। তার সঙ্গে থাকা আরও কয়েকজন ব্যক্তি ওই কর্মকাণ্ডে উল্লাস ও উৎসাহ দিচ্ছিলেন। নাচের সময় ওই ব্যক্তির পোশাকে কুয়েতি এক দিনার ও নুস দিনারের নোট সংযুক্ত ছিল। ভিডিওটি পরে ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
কুয়েতের সাইবার ক্রাইম অপরাধ বিভাগ জানায়, ভিডিওটি মাতলা এলাকার একটি তাঁবুর ভেতরে ধারণ করা হয়। সেখানে ভারতীয় নাগরিকদের একটি দলকে এমন আচরণে লিপ্ত হতে দেখা গেছে, যা দেশটির সামাজিক শালীনতা, মূল্যবোধ ও প্রচলিত আইন-কানুনের পরিপন্থী।
তদন্তের মাধ্যমে প্রথমে ভিডিও আপলোডকারী অ্যাকাউন্টের মালিককে শনাক্ত ও আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ভিডিও ধারণ ও অনলাইনে প্রকাশের সময় সেখানে উপস্থিত সবাই তার সঙ্গে ছিলেন। পরবর্তীতে নিরাপত্তা ও তদন্তের স্বার্থে ভিডিওতে থাকা অন্য সকল ব্যক্তিকেও গ্রেফতার করা হয়।
কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss