নিউজ ডেস্ক:
মোস্তাফিজুর রহমানকে ঘিরে চলমান বিতর্কের প্রেক্ষাপটে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সিদ্ধান্তের কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানানো হলে, তাতে ইতিবাচক সাড়া দিয়েছে সংস্থাটি। ফলে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।
ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সহ-আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ সরিয়ে নিতে আইসিসির কোনো আপত্তি নেই। তবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে বিশ্বকাপের নির্ধারিত সূচিতে কিছু পরিবর্তন আনতে হবে, যা আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত হতে পারে।
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’-তে। এই গ্রুপে টাইগারদের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের চারটি ম্যাচই ভারতের মাটিতে হওয়ার কথা ছিল। এর মধ্যে কলকাতার ইডেন গার্ডেন্সে তিনটি এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি ম্যাচ আয়োজনের কথা উল্লেখ ছিল।
তবে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জরুরি সভা করে বিসিবি সিদ্ধান্ত নেয়, এই মুহূর্তে জাতীয় দলের ভারতে সফরে না যাওয়ার বিষয়ে। বোর্ডের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, দলের নিরাপত্তা ও সার্বিক সুরক্ষা নিয়ে উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তের পর বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে অনুরোধ জানায়, যেন বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে আয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। সেই প্রস্তাবেই ইতিবাচক মনোভাব দেখিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss