বিশেষ প্রতিনিধিঃ
শনিবার (৩ জানুয়ারি) সকাল পরিষদ এর উদ্যোগে বিকেলে টাংগাইল সাধারণত গ্রন্থাগার মিলানায়তনে সময়ের সাহিত্যকণ্ঠ-সম্পাদক কবি আযাদ কামালের সুবর্ণজয়ন্তী পালন করা হয়েছে।
এ্যাড. নীহার সরকারের সভাপতিত্বে ও কবি অনীক রহমান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি নুরুল ইসলাম বাদল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, এফপিএবি- কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন অর রশিদ, সত্তর দশকের অন্যতম কবি মাহমুদ কামাল, অধ্যাপক বাদল মাহমুদ, বাংলাদেশ শিশু একাডেমি, টাঙ্গাইল জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন ও বেগম রোকেয়া ইসলাম।
এ সময় টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধি/ সদস্যরা কবি আযাদ কামালকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন । কবি আযাদ কামালকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন নাট্যজন আলী হাসান, প্রাবন্ধিক আল রুহী, ড. আলী রেজা, ছড়াকার কাশীনাথ মজুমদার পিংকু, অধ্যাপক সোলায়মান হোসেন সায়েম, সিরাজগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিম, নজরুল পরিষদ, টাঙ্গাইলের সাধারণ সম্পাদক মো. গোলাম আম্বিয়া, কবি রহমান শিবলু, সহকারী অধ্যাপক মোহাম্মদ জহির উদ্দিন, ছড়াকার দীপক পাল, গবেষক মামুন তরফদার, নাট্যাভিনেতা মীর নাসিমুল ইসলাম সেলিম, অধ্যাপক জহিরুল হক বুলবুল, দৈনিক প্রগতির আলো-সম্পাদক নাজমুস সাদাত ইমরান, সাপ্তাহিক কালের স্বর-সম্পাদক শামসুজ্জামান জামান, সাংবাদিক আনোয়ার হোসেন বকুল, সাহিত্যামোদী মো. শরীফুল ইসলাম, সংগীতশিল্পী মেহেদী হাসান পলাশ, নাট্যকর্মী বজলুর রহমান প্রমুখ।
শিক্ষা-সাহিত্য, সম্পাদনা ও সংগঠন পরিচালনাসহ বিভিন্ন শাখায় অবদান রাখা কবি আযাদ কামাল-এর জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত একটি উৎসব-সংকলন ‘মধ্যগগনপ্রভা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss