নিউজ ডেস্ক:
বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন এলাকায় অবৈধভাবে সমুদ্রপথে বিদেশে যাওয়ার সময় ২৭৩ জন ব্যক্তিকে বাংলাদেশ নৌবাহিনী আটক করেছে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টহল দিচ্ছিল নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’, যা অভিযান চালিয়ে তাদের ধরে।
নৌবাহিনী জানায়, সেন্টমার্টিন থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে সন্দেহজনক গতিবিধি দেখা দেয় একটি কাঠের বোটে। নৌবাহিনীর থামার সংকেত অমান্য করে বোটটি দ্রুত পালানোর চেষ্টা করে, তবে ধাওয়া করে শেষ পর্যন্ত আটক করা সম্ভব হয়।
অভিযানে বোটে থাকা ১০ জন দালালসহ মোট ২৭৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দালালদের সহায়তায় মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা শুরু করেছিলেন।
নৌবাহিনী আরও জানায়, আটককৃত বোটে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় জীবনরক্ষাকারী সরঞ্জাম, খাদ্য বা পানির সঠিক ব্যবস্থা ছিল না, যা গভীর সমুদ্রে এক বড় মানবিক বিপদের কারণ হতে পারত। নৌবাহিনীর দ্রুত পদক্ষেপে বড় কোনো দুর্ঘটনা ঠেকানো সম্ভব হয়েছে।
আটককৃত ব্যক্তিদের আইনি ব্যবস্থার জন্য টেকনাফ থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী দেশের জলসীমা রক্ষা এবং সমুদ্রপথে মানবপাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর নজরদারি ও কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss