নিউজ ডেস্ক :
খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের ঢাংমারী এলাকায় জলদস্যুরা গোলকানন রিসোর্টের মালিক ও দুই পর্যটককে বন্দি করে ৪০ লাখ টাকা মুক্তিপণের দাবি তুলেছে। শনিবার (৩ জানুয়ারি) কেনুর খাল থেকে তাদের অপহরণ করা হয় বলে জানা গেছে।
খুলনা পুলিশ সুপার মাহাবুবুর রহমান নিশ্চিত করেছেন, অপহৃতরা রিসোর্টের মালিক শ্রীপতি বাছাড় এবং দুই পর্যটক সোহেল ও জনি। তারা ঢাকা থেকে গত শুক্রবার (২ জানুয়ারি) সুন্দরবনে বেড়াতে এসে গোলকানন রিসোর্টে থাকার ব্যবস্থা নেন।
তারা বিকেলে নৌকা নিয়ে রিসোর্ট সংলগ্ন ছোট খালে ঘোরাঘুরি করছিলেন। এসময় জলদস্যুরা নারীরাওসহ পাঁচজনকে অপহরণ করে। পরে রাতের দিকে দুই নারী পর্যটককে ছেড়ে দেয়, কিন্তু রিসোর্ট মালিক ও দুই পুরুষ পর্যটককে নিজেদের হেফাজতে রাখে।
অপহরণকারী জলদস্যুরা মুক্তিপণের জন্য ৪০ লাখ টাকা দাবি করেছে। রিসোর্ট মালিকের ছোট ভাই উত্তম বাছাড় এই ঘটনা নিশ্চিত করেছেন।
ঢাংমারী বন বিভাগের স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী ঘটনাটি শুনেছেন বলে জানান। অপহরণের কারণে ওই এলাকায় পর্যটকদের চলাচল বন্ধ রয়েছে এবং ভয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানিয়েছেন, থানা, নৌ পুলিশ ও কোস্টগার্ড একযোগে অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। অপহৃত সোহেল ও জনির বাড়ি ঢাকায়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss