নিউজ ডেস্ক:
আইপিএল থেকে জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার কিংবা দেশের মর্যাদার বিরুদ্ধে কোনো ধরনের অবমাননা মেনে নেওয়া হবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার করে ভারতের ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে। বিষয়টিকে তিনি অত্যন্ত নিন্দনীয় ও অপমানজনক বলে মন্তব্য করেন।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এ ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আইসিসির কাছে পুরো বিষয়টি লিখিতভাবে ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, কোনো দেশে চুক্তিবদ্ধ হয়েও যদি একজন বাংলাদেশি ক্রিকেটার নিরাপদে খেলতে না পারেন, তাহলে সেই দেশে বাংলাদেশের জাতীয় দল বিশ্বকাপ খেলতে যাবে—এমন নিশ্চয়তা দেওয়া কঠিন। এ কারণেই বিসিবিকে অনুরোধ করা হয়েছে, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়টি আইসিসির কাছে উত্থাপন করতে।
এছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে আসিফ নজরুল বলেন, এই পরিস্থিতিতে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিত।
সবশেষে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “গোলামীর দিন শেষ। কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও দেশের সম্মান ক্ষুণ্ন হতে দেওয়া হবে না।”
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss