
নিউজ ডেস্ক:
টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাসখানেক বাকি। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতে। এমন বাস্তবতায় সাম্প্রতিক কিছু ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।
আইপিএল থেকে হঠাৎ করে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর দুই দেশের ক্রিকেট অঙ্গনে বাড়তে থাকে আলোচনা ও উত্তেজনা। এই প্রেক্ষাপটে শনিবার গভীর রাতে জরুরি বৈঠকে বসেন বিসিবির ১৭ জন পরিচালক। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়, আজ ৪ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠানো হবে।
বিসিবির পক্ষ থেকে আইসিসির নিরাপত্তা বিভাগে পাঠানো ওই ইমেইলে তিনটি মূল বিষয় তুলে ধরা হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—খেলোয়াড়দের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি মুস্তাফিজ সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়েও ব্যাখ্যা চাওয়া হবে। শুধু ক্রিকেটার নয়, বোর্ড পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, এমনকি টিমের সঙ্গে থাকা অন্যান্য সদস্যদের নিরাপত্তার বিষয়ও চিঠিতে উল্লেখ থাকবে।
এছাড়া স্টেডিয়ামে উপস্থিত দর্শক ও কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উদ্বেগ জানানো হবে। বোর্ড সূত্রে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ইস্যুকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি। সংশ্লিষ্ট এক পরিচালক ইঙ্গিত দিয়েছেন, সব পক্ষের জন্য স্পষ্ট ও গ্রহণযোগ্য নিশ্চয়তা না পাওয়া গেলে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার প্রভাব পড়তে পারে।
ক্রিকেট সংশ্লিষ্ট মহলের মতে, বিসিবির এই উদ্যোগ কেবল মুস্তাফিজ ইস্যুর মধ্যেই সীমাবদ্ধ নয়। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং দুই দেশের ক্রিকেট সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনাতেও এই চিঠি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।