নিউজ ডেস্ক :
আগামী মাসে ভারতে ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তার কারণে বাংলাদেশ দল ভারতীয় মাটিতে খেলবে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার বিসিবি একটি ই-মেইলের মাধ্যমে আইসিসিকে এই বিষয়টি জানায় এবং বাংলাদেশ দলের ম্যাচগুলো ভারতে না রেখে অন্য কোনো ভেন্যুতে আয়োজনের জন্য অনুরোধ জানায়।
বিসিবির বোর্ড পরিচালকদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, নিরাপত্তা শঙ্কায় ভারতীয় মাটিতে বাংলাদেশের কোনো ম্যাচ খেলা হবে না। এর আগেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলের কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিলে দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা না পাওয়ার এই পরিস্থিতিতে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্বেগ বেড়ে যায়।
গতকাল শনিবার বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তিনি বিসিবিকে নির্দেশ দিয়েছেন বিষয়টি আইসিসিকে লিখিত আকারে জানাতে। তিনি আরও বলেন, যদি একজন ক্রিকেটারও ভারতে নিরাপদ না থাকে, তাহলে পুরো দলকেও সেখানে খেলতে পাঠানো উচিত নয়। এজন্য তিনি বোর্ডকে পরামর্শ দিয়েছেন, বিশ্বকাপের বাংলাদেশ দল যেন শ্রীলঙ্কায় ম্যাচ খেলার ব্যবস্থা করা হয়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss