নিউজ ডেস্ক :
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। রোববার সকাল আনুমানিক ১০টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে আশপাশের সব রাস্তায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এতে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবির কথা তুলে ধরছেন। ঘটনাস্থলে বিপুল সংখ্যক যানবাহন আটকে পড়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে।
উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুটি পক্ষের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় গুরুতর আহত হন উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। পরে চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ১০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনার পর থেকেই নিহত শিক্ষার্থীর সহপাঠীরা জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছেন। এর আগেও একাধিকবার একই দাবিতে সড়ক অবরোধ করা হয়। সর্বশেষ রোববার আবারও ফার্মগেট এলাকায় সড়ক অবরোধের মাধ্যমে তারা তাদের আন্দোলন জোরালো করেছেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss