নিউজ ডেস্ক :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা এখন থেকে সকাল থেকে বিকেলে স্থানান্তর করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১:৩০টা পর্যন্ত হওয়ার বদলে বিকেল ৩টা থেকে ৪:৩০টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার (৪ জানুয়ারি) এই সিদ্ধান্তের কথা জানায়। পার্বত্য তিন জেলা ছাড়া দেশের সব স্থানে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগের নির্ধারিত তারিখ ২ জানুয়ারি থেকে মৃত্যুবরণ করা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি রাষ্ট্রীয় শোকের কারণে পরীক্ষা পিছিয়ে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। এরপর প্রার্থীদের সুবিধা এবং প্রশাসনিক সমন্বয়ের কারণে সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট দুই ধাপে ১৪,৩৮৫টি শূন্য পদে ১০ লাখ ৮০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে, যা প্রতি পদে গড়ে প্রায় ৭৫ জন প্রার্থীর প্রতিযোগিতা নির্দেশ করে।
প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০,২১৯ শূন্য পদে ৭ লাখ ৪৫ হাজারের বেশি আবেদন পাওয়া গেছে। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪,১৬৬ পদে প্রায় ৩ লাখ ৩৪ হাজার আবেদন দাখিল হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss