(নওগাঁ) মান্দা উপজেলা প্রতিনিধি :
নওগাঁর জেলার রানীনগর উপজেলার সহকারী জজ কোর্টের বেঞ্চ সহকারী আলী হাসান বিদ্যুৎ (৩৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি পারনওগাঁ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আছাদ আলী সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মোটরসাইকেল যোগে সকালে কর্মস্থলে যাওয়ার পথে কোর্ট সংলগ্ন বলাকা পেট্রোল পাম্পের সামনে একটি কাকড়া গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের সহকর্মী ও স্বজনরা এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss