নিউজ ডেস্ক:
চীন যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানিয়েছে, তারা যেন দ্রুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মুক্তি দেয়। বেইজিং তাদের আটককাণ্ডকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায় বলা হয়, যুক্তরাষ্ট্র জোরপূর্বক মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে দেশান্তর করেছে, যা চীনের গভীর উদ্বেগের কারণ। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের এই কার্যকলাপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতিমালা লঙ্ঘন করেছে।
চীন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট ও তার স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে, তাদের দ্রুত মুক্তি দিতে এবং ভেনেজুয়েলার সরকার উৎখাতের চেষ্টা বন্ধ করে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য।
গত ২ জানুয়ারি রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন সামরিক বাহিনী অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তখনকার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এই অভিযানকে তিনি চার দিন আগে অনুমোদন দেন।
বর্তমানে মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে বলে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের খবর।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss