
নিউজ ডেস্ক :
ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক ঘাঁটিসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন দাবি করেছেন মার্কিন প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
হামলার খবর ছড়িয়ে পড়ার পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা যায়। শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে—এমন দৃশ্যের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ঘটনার পর ভেনেজুয়েলা সরকার একে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক আগ্রাসন হিসেবে উল্লেখ করে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে।
বিস্ফোরণের ধারাবাহিক ঘটনার পর রাজধানী কারাকাসের আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে সোমবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলীয় এলাকায় অবস্থিত একটি ডকিং স্থাপনায় হামলা চালিয়েছে, যা কথিতভাবে মাদক পরিবহনকারী নৌযানের সঙ্গে যুক্ত ছিল। তবে ওই অভিযান মার্কিন সেনাবাহিনী পরিচালনা করেছে নাকি গোয়েন্দা সংস্থা সিআইএ—সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি তিনি।
হামলার নির্দিষ্ট অবস্থান উল্লেখ না করে ট্রাম্প শুধু জানান, এটি উপকূলসংলগ্ন একটি এলাকায় পরিচালিত হয়েছে।
বিশ্লেষকদের ধারণা, সর্বশেষ এই অভিযানই ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের প্রথম সরাসরি স্থলভিত্তিক হামলা হতে পারে।