
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া-৫ (ধুনট–শেরপুর) নির্বাচনী আসনে বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চারটি বৈধ ও একটি অবৈধ ঘোষণা করা হয়েছে।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপি মনোনীত গোলাম মোহাম্মদ সিরাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আলহাজ দবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আলহাজ্ব মীর মাহমুদুর রহমান চুন্নু এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী শিপন কুমার রবিদাস।
অপরদিকে এলডিপি মনোনীত প্রার্থী খান কুদরত-ই-সাকলাইনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার ০৩/০১/২০২৬ ইং বিকাল ৪টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান এই সিদ্ধান্ত ঘোষণা করেন।