(নওগাঁ) মান্দা উপজেলা প্রতিনিধি :
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় তদন্ত কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে নওগাঁ জেলার সকল থানার অফিসারদের জন্য আয়োজিত সিডিআর অ্যানালাইসিস (CDR Analysis) কোর্সের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর তদন্ত ব্যবস্থার মাধ্যমে অপরাধ উদ্ঘাটনে দক্ষতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। সিডিআর অ্যানালাইসিস সংক্রান্ত জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে তদন্ত কর্মকর্তারা আরও কার্যকর, স্বচ্ছ ও প্রমাণভিত্তিক তদন্ত পরিচালনা করতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি জেলার সকল থানার অফিসারদেরকে তদন্ত কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করার নির্দেশনা প্রদান করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব জয়ব্রত পালসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss