
নিউজ ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত দপ্তরে নতুন দুটি গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। তার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার। পাশাপাশি দলটির যোগাযোগ ও গণমাধ্যম সংশ্লিষ্ট কার্যক্রম দেখভালের দায়িত্বে প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এ এ এম সালেহ, যিনি সালেহ শিবলী নামেও পরিচিত।

এ বি এম আব্দুস সাত্তার ও সালেহ শিবলী
শনিবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।