
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এক শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। আগুনে টিভি, ফ্রিজ, সেলাই মেশিন, খাট, লেপ-তোশক, ফ্যান, ধান ও চালসহ ঘরের সব আসবাবপত্র পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকা বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভূবনগাঁতি জাঙ্গাল পাড়া গ্রামে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হন মো. মোন্নাফ হোসেন (৩৫), পিতা—মৃত হালিম হোসেন। আগুনে দগ্ধ হয় তার পাঁচ বছর বয়সী ছোট মেয়ে মোছা: মায়শা খাতুন। এছাড়াও প্রতিবেশী ও জামাতাসম্পর্কীয় মো. সুমন হোসেন (২৭), পিতা—মো. সামাদ হোসেন (৫৫) অগ্নিদগ্ধ হন।
দগ্ধদের মধ্যে শিশু মায়শা খাতুনকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর দগ্ধদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় ঘরের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।