গাজীপুর প্রতিনিধি :
টঙ্গী স্টেশন রোডে এক পথচারীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় হাতেনাতে আটক হয়েছে এক ছিনতাইকারী। পরে উত্তেজিত সাধারণ জনতা তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে।
ঘটনাটি ঘটে শুক্রবার(২ জানুয়ারি ২০২৬) সন্ধ্যার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশন রোড দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পথচারীর হাত থেকে হঠাৎ করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে ওই ব্যক্তি। এ সময় আশপাশে থাকা লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে ধরে ফেলে।
পরবর্তীতে চোরকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, টঙ্গী স্টেশন রোড এলাকায় সম্প্রতি ছিনতাই ও চুরির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। তারা এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদারের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss