বিশেষ প্রতিনিধি:
নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কেরানীগঞ্জ সংলগ্ন নবচর এলাকায় অবৈধ মদ উৎপাদনের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোর আনুমানিক রাত ৩টার দিকে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ অজেয়-৪ ইউনিটের কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্প থেকে একটি পেট্রোল দল নদীপথে দ্রুত ও সমন্বিত অভিযান পরিচালনা করে। অভিযানে একটি মাছের খামারের আড়ালে দীর্ঘদিন ধরে পরিচালিত অবৈধ মদ উৎপাদন কারখানার সন্ধান পাওয়া যায়।
অভিযানকালে অবৈধ মদ উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত একাধিক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে গোপনে মদ উৎপাদন করে আসছিল এবং ৩১ ডিসেম্বরের উদযাপনকে কেন্দ্র করে প্রায় ২ হাজার লিটার মদ উৎপাদনের প্রস্তুতি নিচ্ছিল।
সেনাবাহিনীর অভিযানে ঘটনাস্থল থেকে আনুমানিক ৩০০ লিটার প্রস্তুত বাংলা মদ এবং প্রায় ২ হাজার লিটার মদ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মদের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা বলে জানা গেছে।
এছাড়াও অভিযানে
২৩টি ড্রাম,
৭টি জারিকেন,
৩টি গ্যাস সিলিন্ডার,
মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম
এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে আটককৃত ব্যক্তিদের বসিলা রিভারাইন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এই অভিযান সংশ্লিষ্ট এলাকায় সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি ও কার্যকর নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। নিয়মিত নজরদারি অব্যাহত থাকলে ভবিষ্যতে অবৈধ মদ উৎপাদনসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss