
নিউজ ডেস্ক:
ব্যাংক হলিডে উপলক্ষে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহকদের জন্য কোনো ধরনের আর্থিক লেনদেন কার্যক্রম চলবে না। একই কারণে দেশের শেয়ারবাজারেও লেনদেন স্থগিত থাকবে।
ফলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার কেনাবেচা বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, প্রতি বছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হিসেবে পালিত হয়। এই ছুটি মূলত আর্থিক প্রতিষ্ঠানগুলোর বার্ষিক হিসাব সমাপ্তি এবং আর্থিক প্রতিবেদন প্রস্তুতের সুবিধার্থে নির্ধারণ করা হয়ে থাকে।
নিয়ম অনুযায়ী, অর্থবছরের প্রথম দিন এবং ক্যালেন্ডার বছরের শেষ দিনে ব্যাংকগুলোতে গ্রাহক পর্যায়ের সব লেনদেন বন্ধ থাকে। তবে এ সময় ব্যাংকের অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হয়।
আর্থিক হিসাব সমন্বয়ের প্রয়োজনে ব্যাংকের প্রধান কার্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকলেও সাধারণ গ্রাহকদের জন্য কোনো সেবা দেওয়া হবে না। একই দিনে বাংলাদেশ ব্যাংকও বাণিজ্যিক ব্যাংক কিংবা গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেনে অংশ নেবে না।
তবে গ্রাহকরা নির্ধারিত সীমার মধ্যে এটিএম বুথ ব্যবহার করে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।
অন্যদিকে, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে শেয়ার লেনদেনের নিষ্পত্তি সম্পন্ন হওয়ায় ব্যাংক বন্ধ থাকলে পুঁজিবাজারে লেনদেন চালু রাখা সম্ভব হয় না। সে কারণে বুধবার ডিএসই ও সিএসইতে শেয়ার কেনাবেচা স্থগিত থাকবে। তবে স্টক এক্সচেঞ্জের দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে।