
নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার (২৯/১২) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর -২৪৭ আসনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের পক্ষে দলীয় ও স্বতন্ত্র হিসেবে ওরা ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। তারা হচ্ছেন- বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান (ধানের শীষ), জামায়াতে ইসলামী এড.আব্দুল বাতেন (দাঁড়ি পাল্লা), জাতীয় পার্টির মনোনীত কামরুল ইসলাম (লাঙ্গল), কমিউনিস্ট পার্টির মনোনীত কমরেড শাহীন খান (কাস্তে) , গণসংহতি আন্দোলন মনোনীত নাহিদা জাহান (মাথাল), ইসলামী আন্দোলন মনোনীত নজরুল ইসলাম নজু (হাত পাখা), খেলাফত মজলিসের মনোনীত আমজাদ হোসাইন (রিক্সা), গণফ্রন্টের মনোনীত নজরুল ইসলাম ভূঁইয়া (মাছ), ইনসানিয়াত বিপ্লব মনোনীত মোঃ আশরাফুল হক(আপেল) ও স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস(ফুটবল) ও মুছা সিরাজী ।
সরকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান তথ্য নিশ্চিত করে বলেন, উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা সঠিক সময়ে দাখিল করেছেন। নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও সুন্দর মনোরম পরিবেশে করতে সরকার বদ্ধপরিকর।