বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও দেশের তিন বার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর সকাল ৬টা রাজধানীর এভারকেয়ার (Evercare) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তাঁর ব্যক্তিগত চিকিৎসকসহ দলীয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দেশের তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে একজন প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন এবং দেশের রাজনৈতিক ইতিহাসে এক পথপ্রদর্শক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
মৃত্যুকালে তাঁর পরিবার ও রাজনৈতিক নেতা-কর্মীর উপস্থিতি ছিল। হাসপাতালে উপস্থিত ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবায়দা রহমান, নাতনী জাইমা রহমান, কনিষ্ঠ পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার, বড় বোন সেলিনা ইসলাম এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ পরিবারের অন্যান্য সদস্য ও দলের শীর্ষ নেতারা।
বিএনপি এর কর্মকর্তারা জানিয়েছেন, মরহুমার নামাজে জানাজার সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তাঁর ইন্তেকাল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি এবং দলের ভেতরে ও জাতীয় রাজনীতিতে বড় মোড় সৃষ্টি করতে পারে।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি সাত দিন শোক পালন করবে, এবং সারাদেশে শোকসম্মেলন এবং প্রার্থনা কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় ছিলেন এবং নারীদের রাজনীতিতে জরুরি ভূমিকা রাখেন। তাঁর রাজনৈতিক জীবনে উত্থান-পতন, দীর্ঘ সংগ্রাম ও অসংখ্য চ্যালেঞ্জ ছিল, যার জন্য তিনি দেশজুড়ে সমর্থক ও সমালোচকের মধ্যে সমানভাবে স্বীকৃতি পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss