নিউজ ডেস্ক:
বৈধ প্রার্থীর মৃত্যু কিংবা আইনগত কারণে প্রার্থিতা বাতিল হলে জাতীয় সংসদের সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত করার বিধান রয়েছে। এ ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর সংশোধিত বিধান অনুসারে নির্বাচন কমিশন নতুন করে নির্বাচনি তফশিল ঘোষণা করে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ প্রকাশের পর তার নামে দাখিল করা আসনগুলোতে নির্বাচন কার্যক্রমের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়।
নির্বাচন স্থগিতের আইনি ব্যাখ্যা
আরপিও ১৯৭২-এর ১৭(১) ধারায় বলা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা অতিক্রম করার পর যদি কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মারা যান, অথবা ৯১ক ও ৯১ঙ ধারার আওতায় কারও মনোনয়ন বাতিল হয়, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচন বাতিল করা হবে। সে ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন স্থগিত করবেন এবং বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করবেন। এরপর কমিশন নতুন তফশিল ঘোষণা করবে।
আইন অনুযায়ী, আগের তফশিলে যারা বৈধভাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল বা জামানত জমা দিতে হবে না।
ইসির বক্তব্য
নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, আইন অনুযায়ী বৈধ প্রার্থীর মৃত্যু হলে নির্বাচন স্থগিত হওয়ার বিধান থাকলেও খালেদা জিয়ার মৃত্যুতে বর্তমান তফশিলের ওপর কোনো প্রভাব পড়বে না। কারণ তিনি এখনো বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত হননি।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিএনপি সংশ্লিষ্ট আসনগুলোতে বিকল্প প্রার্থী মনোনয়ন দিয়েছে। ফলে নির্বাচন প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বিষয়টি আরপিও পর্যালোচনা করে নিশ্চিতভাবে জানাতে হবে।
মনোনয়ন দাখিলের সর্বশেষ তথ্য
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল সোমবার (২৯ ডিসেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে বগুড়া, দিনাজপুর ও ফেনী—এই তিনটি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট আসনগুলোতে বিকল্প প্রার্থীরাও মনোনয়ন জমা দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss