নিউজ ডেস্ক:
সারা দেশে শীত তার চরম রূপ দেখাচ্ছে। ঘন কুয়াশা, হিমেল বাতাস আর সূর্যের অনুপস্থিতিতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে দিনের আলো থাকলেও সূর্যের দেখা মিলছে না। এই পরিস্থিতিতে কবে নাগাদ স্বস্তি ফিরতে পারে, সে বিষয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানায়, চলতি বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত কুয়াশা ও শীতের প্রভাব বজায় থাকতে পারে। তবে নতুন বছরের শুরুতে ধীরে ধীরে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ আশপাশের এলাকায় বর্তমান আবহাওয়া পরিস্থিতির তেমন পরিবর্তন হবে না। তবে বৃহস্পতিবার থেকে দেশের কয়েকটি অঞ্চলে সূর্যের দেখা মিলতে পারে। আর শুক্রবারের মধ্যে প্রায় সারাদেশেই পর্যাপ্ত রোদের আলো পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ঘন কুয়াশার কারণে দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক কম থাকছে, ফলে শীতের অনুভূতি বেড়েছে। সাধারণত দিনের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই শীত বেশি অনুভূত হয়, যা সাম্প্রতিক সময়ে দেশের বেশির ভাগ এলাকাতেই লক্ষ্য করা যাচ্ছে। যদিও বর্তমানে কোনো শৈত্যপ্রবাহ নেই, তবু সূর্যের অনুপস্থিতি মানুষের দুর্ভোগ বাড়িয়েছে।
তিনি আরও জানান, নতুন বছরের শুরুতে সাময়িকভাবে আবহাওয়ার উন্নতি হলেও আগামী ৫ জানুয়ারির পর আবার তাপমাত্রা কমতে পারে। সে সময় দেশের কিছু অঞ্চলে ফের শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss