নিউজ ডেস্ক:
আগামী ৩০ ডিসেম্বর দেশের বিচার বিভাগের শীর্ষ ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উদ্দেশে অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ উপলক্ষে দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশিক্ষণ অধিশাখা থেকে জারি করা এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে। স্মারকটি ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
স্মারকে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী ৩০ ডিসেম্বর সকাল ১০টায় সুপ্রিম কোর্টের অডিটরিয়ামে আয়োজিত প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে অংশ নিতে সংশ্লিষ্ট বিচার বিভাগীয় কর্মকর্তাদের মনোনীত করা হয়েছে।
এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় ২৩ ডিসেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শপথ গ্রহণের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss