
নিউজ ডেস্ক :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে জামায়াত ইসলামী মুক্ত নেতাদের জন্য ‘দরজা খোলা’ রাখেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। কিন্তু সেই সুযোগ নিয়েই নিজের দলের সহ-সভাপতি সাধনা মহল দল ত্যাগের ঘোষণা দিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে সাধনা মহল দলের বিদায় ঘোষণা করেন, যদিও সরাসরি কোনো কারণ উল্লেখ করেননি। তবে তাঁর মন্তব্যে কিছু আভাস পাওয়া গেছে।
সোমবার সন্ধ্যার পর সামাজিক মাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব আশরাফুল আলম বা হিরো আলম আনুষ্ঠানিকভাবে আমজনতার দলে যোগদান করলে, তার কিছুক্ষণ পরই সাধনা মহল পদত্যাগের ঘোষণা দেন।
তাঁর ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমি আমজনতার দলের থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। তারেক ভাই এবং দলকে শুভকামনা রইল। আশা করি, বড় ক্ষতি হওয়ার আগেই তারা ভুলগুলো সংশোধন করবে।”
মন্তব্যে কেউ বলেন, হিরো আলম যোগ দেওয়ায় তিনি দল ত্যাগ করায় দুঃখ প্রকাশ করেন। জবাবে সাধনা জানান, বিষয়টি এক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়।
আরেক মন্তব্যকারীর প্রশ্নে তিনি স্পষ্ট করেন, হিরো আলমের জনপ্রিয়তা বা কর্মজীবন তাঁর রাজনৈতিক আদর্শের সঙ্গে মিল না থাকায় তিনি দলের সঙ্গে থাকতে পারছেন না।
দলের সদস্য সচিব মো. তারেক রহমানও আগে ঘোষণা দিয়েছিলেন, জামায়াত ছাড়ার পথে যারা এসেছেন, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা রয়েছে। তিনি বলেন, তাদের সঙ্গে নির্বাচনে সহযোগিতা করা হবে এবং রাজনৈতিক বিবাদ থাকলেও দলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
জামায়াত ইসলামী ও এনসিপির জোট ঘোষণার পর আমজনতার দলটির ভেতরে বিরোধ শুরু হয়েছে, যার প্রেক্ষিতে বেশ কয়েকজন নেতা পদত্যাগের পথ বেছে নিয়েছেন। এমন পরিস্থিতিতে তারেক রহমান ‘খোলা দরজা’ নীতি অব্যাহত রাখার কথা জানিয়েছেন।