নিউজ ডেস্ক:
ঢাকা থেকে খবর: ২০২৫ সালের যে জাতীয় নির্বাচন সামনে আসছে, তা উপলক্ষে বিএনপি ১৫টি আসনে প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে। দলের অভ্যন্তরীণ আলোচনায় ও মাঠ পর্যায়ের সমীক্ষা বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে মনোনয়ন জমা দেয়ার শেষ দিনেই বেশ কয়েকটি আসনে দলের প্রধান প্রার্থী বদলে দেওয়া হয়। এর মধ্যে ঢাকা-১৭ আসনে দলীয় নেতৃত্বের কাছ থেকে গুরুত্বপূর্ণ সমর্থন পেয়ে আবদুস সালাম মনোনয়ন জমা দিয়েছেন, যা দলের কৌশলে বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।
গত কয়েক দিনে রাজনৈতিক অবস্থান ও নেতাদের মতামত যাচাই-বাছাই করে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে এই নতুন প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। চট্টগ্রামে কিছু আসনে প্রার্থী বদল হলে সেখানে বিরোধী পক্ষও রাজনৈতিক সমীকরণকে গুরুত্ব দিতে শুরু করেছে।
সম্প্রতি দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিবর্তনের লক্ষ্য মাঠ পর্যায়ে সমর্থন জোরদার করা ও জয়ী হওয়ার আশাকে শক্ত করা। দলীয় সূত্র থেকে জানা গেছে, মনোনয়ন তালিকা সর্বশেষ পর্যন্ত আপডেট হওয়ায় আনুষ্ঠানিক ঘোষণা কিছুক্ষণ বিলম্বিত হয়েছে।
Bangla Online News Portal
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss