
নিউজ ডেস্ক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের পোষা বিড়াল ‘জেবু’ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। লোমশ এই বিড়ালটির ছবি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের আগ্রহ নজর এড়ায়নি তারেক রহমানের কন্যা জাইমা রহমানেরও। এ বিষয়ে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে জাইমা রহমান লিখেছেন, জেবুকে ঘিরে মানুষের এত আগ্রহ তাকে যেমন বিস্মিত করেছে, তেমনি আনন্দও দিয়েছে। তিনি উল্লেখ করেন, দেশজুড়ে পরিচিতি পেলেও জেবু নিজেই যে এসব কিছু বুঝতে পারছে না—এ ভাবনাটাই তাকে হাসিয়েছে।
তিনি আরও জানান, একটি প্রাণীকে ঘরে আনা মানেই বড় দায়িত্ব নেওয়া। ছোট্ট একটি বিড়ালছানা হিসেবে জেবুকে বাসায় আনার সময় তিনি ভাবেননি, সে একদিন পরিবারের এত গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবে। এমনকি অনেক সময় তার বাবা-মা বাসায় ফিরে প্রথমেই জেবুর খোঁজ নিতেন বলেও উল্লেখ করেন জাইমা। তার মা বাগানে কাজ করলে বা হাঁটতে বের হলে জেবু সারাক্ষণ তার আশপাশেই ঘোরাফেরা করত।
জাইমার লেখায় উঠে আসে তারেক রহমানের সঙ্গে জেবুর সখ্যতার কথাও। তিনি জানান, সন্ধ্যায় অনলাইন মিটিং শেষে তারেক রহমানের কোলে বসে আদর নিতে বেশ পছন্দ করত জেবু। আর জাইমার মন খারাপ থাকলে, নিজের ছোট্ট পা আর নরম ছোঁয়ার মাধ্যমে সে যেন নীরব সান্ত্বনা দিত।
পোস্টে জাইমা রহমান পোষা প্রাণীর সঙ্গে দেশ বা মহাদেশ বদলের কষ্টের কথাও তুলে ধরেন। তার ভাষায়, জেবু এখন সম্পূর্ণ নতুন পরিবেশে এসেছে, যা তার মতো একটি ছোট প্রাণীর জন্য মোটেও সহজ নয়। তবে এই বিড়ালটিই তাদের পরিবারকে ধৈর্য, মমতা আর নিঃশর্ত ভালোবাসার মানে শিখিয়েছে।
স্ট্যাটাসের শেষে জেবু সম্পর্কে একটি মজার তথ্যও জানান জাইমা। তিনি লেখেন, জেবু কখনো সাধারণ বিড়ালের মতো ‘মিউ মিউ’ শব্দ করে না। বরং খুশি হলে পাখির মতো নরম আওয়াজ করে, বিরক্ত হলে হালকা গোঁ গোঁ করে এবং অপছন্দের বিড়াল দেখলে বেশ জোরেই চিৎকার করে ওঠে।
উল্লেখ্য, জেবু একটি সাইবেরিয়ান জাতের বিড়াল, যার বয়স এখন সাত বছর। চলতি বছরের শুরুতে তারেক রহমানের মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকা জেবুর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেটিই মূলত আলোচনার সূত্রপাত ঘটায়। বাংলাদেশে বিরল এই প্রজাতির বিড়াল হওয়ায় সাধারণ মানুষ ও বিড়ালপ্রেমীদের কৌতূহল আরও বেড়ে যায়।