নিউজ ডেস্ক:
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে রাজধানীতে আগামী ৩ জানুয়ারি নির্ধারিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশ আপাতত স্থগিত করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, একই দিনে দেশের ৯টি কৃষি ও কৃষি-ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে জামায়াতে ইসলামী তাদের পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের আটক করার দাবিতে ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দেয় দলটি। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানে এ কর্মসূচি সফল করার আহ্বানও জানানো হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss