
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, দস্যুতা ও প্রসিকিউশন মামলার মোট ৪ জন আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫ ইং) বাসন থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন মাদক মামলার, দুইজন দস্যুতা মামলার এবং একজন প্রসিকিউশন মামলার আসামি।
মাদক মামলায় গ্রেফতারকৃত আসামি হলেন—
(এফভি৮এমটি) মোঃ মহসীন (৪৫)। তার কাছ থেকে ০১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তিনি বাসন থানাধীন মোগরখাল গ্রামের বাসিন্দা।
দস্যুতা মামলায় গ্রেফতারকৃতরা হলেন—
(৮এফটিএনএ) মোঃ সোবা হোসেন (২৭), পিতা হাফেজ আলী এবং
(কে৭এন৮কিউ) মোঃ সাগর মিয়া (২৪), পিতা আব্দুল গফুর।
তারা উভয়েই বর্তমানে টঙ্গী পশ্চিম থানাধীন মাছিমপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এছাড়া প্রসিকিউশন মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে—
মোঃ মনির হোসেন রাকিব (৪২), পিতা মৃত মোঃ আব্দুল আজিজ, বাসন থানাধীন ইটাহাটা এলাকার বাসিন্দা।
বাসন থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।